Filmstar: প্রকাশ্যে এল দেব-রুক্মিনী অভিনীত 'কিশমিশ'-এর গান।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2022 06:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীর আলিয়ার বিয়ের (Ranbir-Alia Marriage) অ্যালবামেই বুঁদ হয়ে রয়েছে অনুরাগীরা। এর সঙ্গেই মনে পড়ে যাচ্ছে বলিউডের আরও বহু প্রেমকাহিনী। ২৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে দেব-রুক্মিনীর 'কিশমিশ'। প্রকাশ্যে এল ছবির নতুন গান। অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'হৃদপিন্ড'র ছবি এল প্রকাশ্যে। মুক্তি পেল মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'মিনি'র প্রথম গান।রণবীর আলিয়ার বিয়ের (Ranbir-Alia Marriage) অ্যালবামেই বুঁদ হয়ে রয়েছে অনুরাগীরা। এর সঙ্গেই মনে পড়ে যাচ্ছে বলিউডের আরও বহু প্রেমকাহিনী। ২৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে দেব-রুক্মিনীর 'কিশমিশ'। প্রকাশ্যে এল ছবির নতুন গান। অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'হৃদপিন্ড'র ছবি এল প্রকাশ্যে। মুক্তি পেল মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'মিনি'র প্রথম গান।