Filmstar: ডন থ্রি-তে শাহরুখকেই চাই
ABP Ananda
Updated at:
08 Aug 2023 03:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডন থ্রি-তে শাহরুখকেই চাই। ফারহান আফতার ডন থ্রি-র টিজার পোস্টের পরই সরগরম সোশাল মিডিয়া। ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এর পর নতুন কোন ছবি নিয়ে আসবেন রাজ চক্রবর্তী? 'তালি'-র ট্রেলারে সুস্মিতার দুরন্ত পারফরম্যান্সের ঝলকের পর উত্তেজনার পারদ চড়ছে তাঁর অনুরাগীদের মধ্যে। নীরজ পাণ্ডের অ্যাকশন থ্রিলার সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে মোহিত রায়নাকে। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলো প্রথমেই দেখে নেওয়া যাক। ১০ অগাস্টের পরিবর্তে ৯ অগাস্ট মুক্তি পেতে চলেছে আমাজন প্রাইম ভিডিওর সিরিজ 'মেড ইন হেভেন সিজন টু।' একগুচ্ছ প্রশ্নের চটজলদি জবাব নিয়ে রাপিড ফায়ারের মুখোমুখি হলেন ওয়েব সিরিজটির তিন মুখ্য চরিত্র। শোভিতা ধুলিপালা, জিম সার্ভ এবং শশাঙ্ক আরোরা। মজাদার প্রশ্নের জবাবে কী বলছেন তাঁরা? চলুন, দেখেই নেওয়া যাক।