Filmstar: ভারতের জোড়া অস্কার জয়ে উচ্ছ্বসিত তারকারা
ABP Ananda | 13 Mar 2023 05:16 PM (IST)
আবারও শীর্ষে 'নাটু নাটু' 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মিলল 'অস্কার'। সিনে দুনিয়ার সেরা মঞ্চে নজির ভারতের একের পর এক জয় 'নাটু নাটু'র।
অস্কারের মঞ্চে গর্বিত ভারত সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'। ছবির পরিচালক কার্তিকি গঞ্জালভেস। শর্ট ফিল্মটির প্রযোজক গুণীত মোঙ্গা।