ফিল্মস্টার: জামাইষষ্ঠীতে নতুন জামাই সৌরভকে কী কী পদ রেঁধে খাওয়ালেন ত্বরিতার মা ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছন্দে ফিরল টালিগঞ্জ স্টুডিওপাড়া। কোভিড বিধিনিষেধ মেনে আজ থেকে ফের শুরু হল শ্যুটিং। সর্বোচ্চ ৫০ জনের ইউনিট নিয়ে শ্যুটিংয়ের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। সৌরভ এবং ত্বরিতার বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী। কী কী পদ সাজিয়ে দেওয়া হয়েছে সৌরভের সামনে? আজকে তাঁদের রুটিনই বা কী? চলুন জেনে নেওয়া যাক। 'লগান'-র দু'দশক পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজনে আমির খান। প্রকাশ্যে এল 'হইচই'-র নতুন সিরিজ 'মহানগর'-র টিজার। 'হাসিন দিলরুবা'-র নতুন গান এল প্রকাশ্যে। ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে জি ফাইভে মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ 'ধুপ কি দিওয়ার'। বিনোদন দুনিয়ার এরকম নানা খবর দেখে নেওয়া যাক 'ফিল্মি ফটাফট'-এ। 'পাঞ্চ বিট'-র দ্বিতীয় সিজন মুক্তির অপেক্ষায়। ভিনগ্রহীদের সঙ্গে লড়াইয়ের কাহিনী নিয়ে অরিজিনাল ফিল্ম 'দ্য টুমরো ওয়ার' মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওয়। বিনোদন দুনিয়ার আরও কিছু খবরে এবার চোখ রাখা যাক।