Filmstar: ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে বাবলি।স্টুডিওতে আড্ডায় রাজ, শুভশ্রী এবং আবির | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: বুদ্ধদেব গুহর উপন্যাসকে সিনেমার পর্দায় তুলে ধরছেন এবার রাজ চক্রবর্তী। ১৫ অগাস্ট রিলিজ হতে চলেছে বাবলি । সটুডিওতে সেই নিয়ে আড্ডা হবে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সকলকে স্বাগত। বাবলির কথায় আসছি। তার আগে রাজদাকে জিজ্ঞাসা করতেই হচ্ছে, ইন্ডাস্ট্রির আমরা - ওরা র সমস্যার স্থায়ী সমাধান হল? নাকি এবারও সাময়িক বোঝাপড়া হল? রাহুল তো শ্যুটিং শুরু করলেন।
রাজদা, বাংলাদেশের এই অশান্ত পরিবেশ টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কি কোনও প্রভাব পড়বে? অনেক অভিনেতাই তো ওপার বাংলা থেকে এপার বাংলায় কাজ করেন। জনপ্রিয়ও তাঁরা। সৃজিতের পদাতিক রিলিজ করছে না ১৬ই অগাস্ট। তোমাদের কি বাবলি রিলিজের কোনও প্ল্যান ছিল বাংলাদেশে? কি মনে হচ্ছে?
পৃথিবী জুড়ে এত অশান্তি.. কোথাও যুদ্ধ চলছে তো কোথাও অভ্যুত্থান। এই অশান্ত দুনিয়ার বাবলিতে তার কোনও রিফ্লেক্শন আমরা দেখব? নাকি সিনেমাহলে দর্শক কয়েকঘন্টার জন্য সব ভুলে অনাবিল আনন্দ উপভোগ করবেন?