Filmstar : অঙ্কুশ-ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজ' । দেব-এর 'প্রজাপতি'-র ১০০
ABP Ananda
Updated at:
05 Apr 2023 03:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের পরিকল্পনা করলেই শুধু হল না। বিয়ের তোড়জোরেও কি কম ঝক্কি? ঝক্কির বহরটা ভালই বুঝতে পারছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সিনেমার পর্দায় বিয়ের আগেই এই অবস্থা হলে, তাঁদের আসল বিয়ের সময় কী পরিস্থিতি হবে, তা কী ভেবে দেখেছেন?
২৫ পেরিয়ে ৫০, তারপর ৫০ পেরিয়ে ১০০ দিন। দর্শকেরা এখনও হলমুখো হচ্ছেন মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতি দেখতে। ১০০ দিন পেরিয়ে তাই উদযাপনে সামিল ছবির পুরো টিম। আর সেই টিমের মধ্যমণি হয়ে রইলেন মিঠুন ও দেব।