Fimstar: ৪ ফেব্রুয়ারি মুক্তির আগে আড্ডায় টিম 'বাবা, বেবি ও'|Bangla News
abp ananda
Updated at:
29 Jan 2022 04:08 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআড্ডায় টিম 'বাবা, বেবি ও।' ৪ ফেব্রুয়ারি ছবির মুক্তি। সিনেমায় সিঙ্গল ফাদারের কাহিনী। সারোগেসির প্রেক্ষাপটে বাংলা ছবি। আড্ডায় অরিত্র মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শোভন বন্দ্যোপাধ্যায় এবং ঈশান মিত্র।