ফিল্মস্টার: উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ‘থালাইভা’ রজনীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2020 04:54 PM (IST)
'গোলন্দাজ'-এ ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন দেব। নভেম্বর থেকে ফের শ্যুটিংয়ে ফিরেছে ছবির ইউনিট। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুটিং দেখতে এলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাতি ময়ূখরঞ্জন সর্বাধিকারী। বাংলার ফুটবলের ইতিহাস বড় পর্দায় ফিরে দেখতে আগ্রহে অপেক্ষা করছেন তিনিও। দেবের সঙ্গে ছবির বিষয় অনেক কথাও হয় তাঁর। বড়দিনে তাঁর অনুরাগীদের নতুন উপহার দিলেন মিমি চক্রবর্তী। মুক্তি পেল তাঁর নতুন মিউজিক ভিডিও। রবীন্দ্রসঙ্গীত গাইলেন মিমি। রক্তচাপ জনিত সমস্যার কারণে হাসপাতালের ভর্তি রজনীকান্ত। বারানসীতে শ্যুটিংয়ে হাতে চোট পেলেন জন আব্রাহাম। দেব-কে কী বার্তা দিলেন রুক্মিনী? প্রকাশ্যে পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'কাগজ'-এর ট্রেলার। ৩১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে 'প্রতিদ্বন্দ্বী'। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।