ফিল্মস্টার: কলকাতায় এসে ভালোবাসার গান শোনালেন Hariharan
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2021 07:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতার বুকে ভালোবাসার গানের শ্যুটিং। আর সেই শ্যুটিংয়েই হাজির হরিহরণ (Hariharan)। বিক্রম ঘোষের ( Bikram Ghosh) নতুন অ্যালবামের জন্য ছয়টি গান গেয়েছেন তিনি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। প্রকাশ্যে এল রিচা চাড্ডা (Richa Chadda) অভিনীত 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর ট্রেলার। দুবাইয়ের মরুভূমির মাঝে তোলা ভিডিও পোস্ট করলেন মিমি। অজিতের সঙ্গে কী নিয়ে আলোচনায় ব্যস্ত ব্যোমকেশ বক্সী? বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।