ফিল্মস্টার: ছোটদের সাইবার সুরক্ষার বার্তা প্রসেনজিৎ-মিমি-দিতিপ্রিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2021 04:10 PM (IST)
'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-এর শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া ভাট (Alia Bhatt)। নেটফ্লিক্সে মুক্তি পাবে পরিণীতি চোপড়ার 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। নিজের প্রিয় খাবারের ঝলক দেখালেন দিপীকা পাডুকোন (Deepika Padukone)। প্রকাশ্যে এল সুমন ঘোষের ছবি 'আধার'-এর ট্রেলার। 'নেটে থাকব কিন্তু জালে পড়ব না', ছোটদের জন্য সাইবার সুরক্ষার এই বার্তা নিয়েই প্রকাশ্যে এল মিউজিক ভিডিও। উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার আয়োগ সুরক্ষা এবং ইউনিসেফ। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty), আরিয়ান ভৌমিক এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।