ফিল্মস্টার: হিন্দি ছবিতে রুক্মিণী, প্রকাশ্যে এল ব্রাত্য বসুর ছবি 'ডিকশনারি'-র টিজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2021 04:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার হিন্দি ছবিতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বিদ্যুৎ জামালের (Vidyut Jammwal) সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কনিষ্ক ভার্মার সেই ছবি 'সনক'-এর প্রথম পোস্টার এল প্রকাশ্যে। রয়েছেন চন্দন রায় সান্যালও। শান্তনু মৈত্রের সুরে 'আধার'-এর গানের টিজার এল প্রকাশ্যে। শান্তুনু মৈত্রের (Shantanu Moitra) সুরে সুমন ঘোষের ছবি 'আধার'-এর একটি গান গেয়েছেন সুখবিন্দর সিংহ (Sukhwinder Singh)। গানটির নাম মাটি। গানটি লিখেছেন অমিতোষ নাগপাল। প্রকাশ্য়ে এল গানটির টিজার। প্রকাশ্যে এল ব্রাত্য বসুর (Bratya Basu) 'ডিকশনারি'-র টিজারও। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।