ফিল্মস্টার: ১৯শে মার্চ বড় পর্দায় মুক্তি অর্জুন-পরিণীতি অভিনীত 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2021 05:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯শে মার্চ বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'সন্দীপ অউর পিঙ্কি ফারার', অভিনয়ে অর্জুন কপূর ও পরিণীতি চোপড়া। ওই দিনই মুক্তি পাবে 'মুম্বই সাগা', অভিনয়ে জন আব্রাহাম ও ইমরান হাশমি, পরিচালনায় সঞ্জয় গুপ্তা। এই মাসেই মুক্তি পেতে চলেছে 'সাত কদম', 'সাইনা', 'হাতি মেরে সাথী', 'পাগলেইট', 'সাইলেন্স'-সহ একাধিক ছবি ও ওয়েব সিরিজ। সাইনা ছবিতে সাইনার ভূমিকায় অভিনয় করেছেন পরিনীতি। বন্যপ্রাণী রক্ষার বার্তা দিয়েছে 'হাতি মেরে সাথী'। শার্লক হোমসের কাহিনী নিয়ে নতুন সিরিজ, মুক্তি পাবে নেটফ্লিক্সে। মুক্তি পেল অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ‘চেহরে’-র ট্রেইলার। মুক্তি পেল ‘এই আমি রেণু’ ছবির ট্রেইলার।