ফিল্মস্টার: মহানায়কের ভূমিকায় শ্বাশত, ‘অচেনা উত্তম’-এ সুচিত্রার চরিত্রে ঋতুপর্ণা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্ধুত্বের পুনর্মিলনের গল্প নিয়ে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের (Srimanta Sengupta) আগামী ছবি ‘আবার বছর কুড়ি পরে’। অভিনয়ে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। উত্তমকুমারের (Uttam Kumar) বায়োপি ‘অচেনা উত্তম’-এ উত্তমের ভুমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Shaswata Chatterjee), সুচিত্রার (Suchitra) ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), গৌরীদেবীর চরিত্রে শ্রাবন্তী (Shrabanti), সাবিত্রীর ভূমিকায় দিতিপ্রিয়া। হইচই-এ মুক্তির অপেক্ষায় সোহম-শ্রাবন্তী (Soham) অভিনীত ‘দুজনে’ (Dujane)। স্ক্যামের (Scam) দ্বিতীয় সিরিজের ঘোষণা। মামি ফ্লিম ফেস্টিভ্যালে (Film Festival) বাংলার ২টি ছবি। ৯ই এপ্রিল নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাচ্ছে ‘থান্ডার ফোর্স’ (Thunder Force), প্রকাশ্যে ট্রেলার। ইনস্টাগ্রাম সানার শরীরচর্চার ভিডিও।