Filmstar: ২২ ডিসেম্বর হইচই-তে মুক্তি পেতে চলেছে কারাগার পার্ট টু
ABP Ananda | 09 Dec 2022 12:30 AM (IST)
২২ ডিসেম্বর হইচই-তে মুক্তি পেতে চলেছে কারাগার পার্ট টু। সিরিজটির ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কী বললেন চঞ্চল? কী বলছেন কারাগারের পরিচালক সৈয়দ আহমেদ শওকি?