Filmstar:অনন্ত-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে রিহানার অনুষ্ঠানের ভিডিও ভাইরাল, কী রইল ফিল্মস্টারে?
ABP Ananda
Updated at:
02 Mar 2024 03:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনন্ত অম্বানী, রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে রিহানার গানের অনুষ্ঠানে উপভোগ করলেন শাহরুখ খান, দীপিকা পাদুকোন, রণবীর সিং, মাধুরী দীক্ষিত, আমির খান সহ বহু তারকা।ভিডিও
ভাইরাল সোশাল মিডিয়ায়। সারা আলি খান অভিনীত ছবি অ্যায় বতন মেরে বতন-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন কর্ণ জোহর। নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হাসিন দিলরুবা'-র সিক্যুয়েল 'ফির আয়ি হাসিন দিলরুবা'। কান্দাহার বিমান অপহরণকাণ্ডের কাহিনি নিয়েই নেটফ্লিক্সে মুক্তি পাবে অরিজিনাল সিরিজ আইসি এইটওয়ানফোর। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলি দেখে নেওয়া যাক প্রথমেই।