সবুজ বাঁচলে জীবন বাঁচবে, পরিবেশ সচেতনতায় একটি গান বেঁধেছেন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর শান্তনু মৈত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2020 06:40 PM (IST)
সবুজ বাঁচলে জীবন বাঁচবে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর শান্তনু মৈত্র পরিবেশ সচেতনতায় একটি গান বেঁধেছেন। পৃথিবীর প্রত্যেক মানুষ একটি করে গাছের দায়িত্ব নিন। এই বার্তাই শান্তনু তুলে ধরেছেন তাঁর এই গানে। গানটি গেয়েছে ছোট্ট ঋষিত এবং আদিত্য পাশিনে ও অদ্রিজ ঘোষ। গানটি লিখেছেন তনভীর গাজি।