ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৮.২৪-পর্ব-১): বাংলাদেশে আন্দোলনের রাশ কি আদৌ ছাত্রদের হাতে আছে? অশান্তির আঁচ মার্কিন মুলুকেও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশে নৈরাজ্য়ের এই ছবি হার মানাচ্ছে পুরনো তালিবানি অত্যাচারকেও। প্রশ্ন উঠছে, আন্দোলনের রাশ কি আদৌ ছাত্রদের হাতে আছে? নাকি তার নিয়ন্ত্রণ চলে গেছে কট্টরপন্থী-মৌলবাদীদের হাতে?
বাবা ছিলেন দেবের সিনেমার প্রযোজক, আর ছেলে ছিলেন শ্রাবন্তী ও কৌশানির নায়ক। অশান্ত বাংলাদেশে, দুজনকেই মারল উন্মত্ত জনতা। এছাড়াও হামলা চলছে, অন্য় শিল্পীদের বাড়িতেও, ভেঙে গুঁড়িয়ে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তাঁদের যন্ত্রাংশ। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি, সে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও আওয়ামি লিগের সাংসদ, মাশরাফি মোর্তাজার বাড়িও।
বাংলাদেশের অশান্তির আঁচ লাগল মার্কিন মুলুকেও। তাণ্ডব চালানো হল, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে। সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ছবি। আর এই পরিস্থিতিতে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে নিরাপত্তা আঁটোসাঁটো করল পুলিশ।