ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৩.২৪):' ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন?' এবিপি আনন্দের মুখোমুখি অর্জুন সিংহ।ABP Ananda LIVE
ABP Ananda | 26 Mar 2024 08:08 AM (IST)
'আপনি রাজ্যের এক নম্বর বাহুবলী? আপনি রিভলভার চালাতে পারেন? তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এত ডিগবাজি খান কেন? তৃণমূলের টিকিট পেলে সন্দেশখালি নিয়ে মুখ খুলতেন? ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন?' বিজেপিতে যোগ দিয়ে প্রথমবার এবিপি আনন্দে অর্জুন সিংহ।