ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.১১.২৫): বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি
Ghantakhanek Sange Suman : বিহারে মোদি-নীতীশ সাইক্লোন। খড়কূটোর মতো উড়ে গেল তেজস্বী-রাহুলের মহাজোট। ডাবল-সেঞ্চুরি পার NDA-র, হাফ সেঞ্চুরিও হল না মহাজোটের। "ছাব্বিশে বাংলায় এর থেকেও বড় জয় আসছে," হুঙ্কার বিজেপির। "দিবাস্বপ্ন দেখছে বাংলার শত্রু বিজেপি," পাল্টা তৃণমূল। ভোটচুরি নিয়ে রাহুলের PPT প্রেজেন্টেশনই সার, গোটা রাজ্যে জুটল মাত্র ২টি আসন। এখনও স্মৃতিতে টাটকা লালুর 'জঙ্গলরাজ,' চরম প্রত্যাখ্যাত তেজস্বী। ভোটেই বড় ধাক্কা ভোটকুশলীর, হিরো হতে গিয়ে 'জিরো' পেলেন প্রশান্ত কিশোর।
আরও খবর...
বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। ডাহা ফেল করল কৌশলীর কৌশল। ২৩৮ আসেন প্রার্থী দিয়ে, একটিতেও জিততে পারল না PK-র দল। কিন্তু প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশান্ত কিশোর হারলেন? না কি তাঁর আসল লক্ষ্য় ছিল বিরোধী ভোট কেটে তেজস্বী-রাহুল গান্ধীকে হারানো? যদিও তাঁকে যেভাবে অনেকে বিজেপির এজেন্ট বলে থাকেন, তা ভোটের প্রচারেই উড়িয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। এদিকে PK-এর দলের ভরাডুবির পর তাঁকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। প্রশান্ত এখন কিশোর আছেন, এই ভাষায় কটাক্ষ করেছে তৃণমূলও।