ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১.০৭.২৪-পর্ব ১) : শাসক দলের কর্মী বলেই এত বেপরোয়া তাজিমুল?
ABP Ananda
Updated at:
02 Jul 2024 09:01 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ৪ দিনের মধ্যে গণপিটুনির শিকার ৫ জন। চোপড়ায় তৃণমূল কর্মীর তালিবানি অত্যাচার! একের পর এক ভিডিও প্রকাশ্যে । "অন্যায় মেয়েটা করেছে," তাজিমুলের বর্বরতাকেই ঘুরিয়ে সমর্থন তৃণমূল বিধায়ক হামিদুলের । ২ খুন সহ ১৩ মামলায় অভিযুক্ত হয়েও বারবার জামিন । শাসক দলের কর্মী বলেই এত বেপরোয়া তাজিমুল? । ৪ দিনে ৫ জন! এবার তারকেশ্বরে গণপিটুনির বলি যুবক, বউবাজারে সরকারি হস্টেলে পিটিয়ে খুন, উস্কে দিল NRS-হস্টেলে কোরপানকাণ্ডের স্মৃতি। ১০ বছরেও শাস্তি হয়নি কোরপান শাহকে পিটিয়ে খুনে দোষীদের ।গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়েছেন দশ অভিযুক্তই। "শাস্তি হলে আজ এই ঘটনা ঘটত না," বলছেন কোরপান শাহের স্ত্রী।এখনও বিচারের আশায় দিন গুনছেন নিহত কোরপান শার স্ত্রী ও সন্তানরা। ABP Ananda LIVE