Ghanta khanek Sange Suman (১৪.৭.২৫) পর্ব ১ : মালদা থেকে ভাঙড়, শাসক কোন্দলে আক্রান্ত শাসকদলের নেতা-কর্মীরা!
ABP Ananda LIVE : প্রথমে ভাঙড়, মালদা, তারপর সাঁইথিয়া। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও ইংরেজবাজারে তৃণমূল কর্মী খুনে তৃণমূলেরই নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। সাঁইথিয়াতেও তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অভিযোগের আঙুল উঠেছে সেই রাজনীতিরই দিকে! শুভেন্দু অধিকারী বলছেন, মারছে তৃণমূল। মরছে তৃণমূল। সুকান্ত মজুমদার বলছেন, তৃণমূল এখন তৃণমূলের মাংস ভক্ষণ করতে উদ্য়ত হয়েছে। অধীর চৌধুরীর কথায়, তৃণমূলের মধ্য়ে ভাগাভাগি নিয়ে খুন হচ্ছে। বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ভাঙড়-সাঁইথিয়া-মালদা, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে নেতার পর এবার গ্রেফতার তৃণমূলকর্মী। খুনের পর ঘটনাস্থলেই বিধায়কের পিছনে ক্যামেরাবন্দি অভিযুক্ত। ২৪-এ সওকতের হাত ধরেই তৃণমূলে যোগ আরেক অভিযুক্তের। সাঁইথিয়াতেও দলের কোন্দলেই তৃণমূল নেতা খুন? বিস্ফোরক পরিবার। জোড়া রহস্যমৃত্যু নিয়ে বিজেপির বনধ, অশান্ত খেজুরি। 'খেজুরিতে হিন্দুরা ৮৫ শতাংশ,' হুঙ্কার শুভেন্দুর, 'লাশের ওপর রাজনীতি,' আক্রমণে কল্যাণ। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে হুলস্থুল, শেষমেষ বৈঠক মুখ্যসচিবের সঙ্গে। 'দাগিদের প্রোটেকশন, যোগ্যদের ব্যারিকেড!' বলছেন ক্ষুব্ধ চাকরিহারারা।