Ghanta Khanek Sange Suman (১৮.০৬.২০২৪) পর্ব ১ : ভয়াবহ রেল দুর্ঘটনার পর অভিশপ্ত সেই সিগন্যাল রুমে এবিপি আনন্দ | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: ভয়াবহ রেল দুর্ঘটনার পর অভিশপ্ত সেই সিগন্যাল রুমে এবিপি আনন্দ। অকেজো অটো সিগন্যাল থেকে বিকল ট্রেন ট্র্যাকিং ডিভাইস। অথচ বলির পাঁঠা করা হচ্ছে প্রাণ হারানো চালককে! টানা চার-চারটে নাইট ডিউটি। পঞ্চম দিন কেন একই চালককে পাঠানো হয় মালগাড়ি চালাতে? সাহায্য না মেলার অভিযোগ, গাড়ির ডিকিতে মৃতদেহ আনতে হল পরিবারকে। "দুর্ঘটনার আড়াইঘণ্টা পর ঘটনাস্থলে আসেন রেলের উদ্ধারকারীরা", দাবি উদ্ধারকাজে প্রথম ঝাঁপিয়ে পড়া স্থানীয় পরিবারের।
ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীরা। আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু। শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ। আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলাশাসক ও পুলিশ সুপার।