ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.১২.২৫) পর্ব ১: মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুনের, বাংলাদেশে হিন্দু যুবকের মর্মান্তিক পরিণতি, উত্তাল কলকাতা
GhantaKhanek Sange Suman: 'নিজে ৬টা দফতরের মন্ত্রী, ক'টা মুসলমানকে চাকরি দিয়েছেন?' নতুন দল ঘোষণা করেই মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের। 'আরশোলা কখনও পাখি হতে পারবে না', সাসপেন্ডেড বিধায়ককে কটাক্ষ তৃণমূলের। 'জনতা উন্নয়ন পার্টি'র ৮ প্রার্থীর নাম ঘোষণা, হুমায়ুন নিজে লড়বেন জোড়া আসনে। বাংলাদেশে হিন্দু যুবক হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা।বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান হিন্দুত্ববাদী সংগঠনের, হাজির শুভেন্দু অধিকারী। 'SIR-এ কেন্দ্রের অফিসার কারা?', BLA-বৈঠকে বাড়ি-অফিসের ডিটেল চাইলেন মুখ্যমন্ত্রী । 'SIR-এ হেলে গেছেন, তাই আতঙ্কে', আক্রমণে বিরোধী দলনেতা। সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাস খুনে দোষী ১৩, কাল সাজা ঘোষণা।
মুসলিমের সঙ্গে হিন্দুকেও নতুন দলের প্রার্থী ঘোষণা করে ছাব্বিশে মমতাকে ক্ষমতাচ্যুত করার ডাক হুমায়ুন কবীরের। আরশোলাও পাখি হতে চায়, কটাক্ষ তৃণমূলের। নতুন দল গড়েই হুমায়ুনের নিশানায় মমতা। সঙ্গে করলেন অভিষেকের প্রশংসা। হুমায়ুন বলেন, 'বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। অভিষেক ট্যালেন্টেড ছেলে।' এখানেই থেমে থাকেননি হুমায়ুন। প্রশ্ন করেন, ক'জন মুসলিমকে চাকরি দিয়েছেন? উন্নয়ন থেকে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে আক্রমণে হুমায়ুন। নিশানা ফিরহাদকেও। জানুয়ারিতে বিগ্রেডের ডাক।