Ghanta Khanek Sange Suman(১৬.০২.২০২৪)পর্ব ১ : রাষ্ট্রপতির হাতে সন্দেশখালি-রিপোর্ট দিয়ে ৩৫৬ চাইল জাতীয় তফশিলি কমিশন | ABP Ananda LIVE
ABP Ananda | 17 Feb 2024 09:23 AM (IST)
Ghantakhanek Sange Suman: পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। রাষ্ট্রপতির হাতে সন্দেশখালি-রিপোর্ট (Sandeshkhali) দিয়ে ৩৫৬ চাইল জাতীয় তফশিলি কমিশন। রাজ্যপালের সঙ্গে দেখা করে CBI তদন্ত চাইল বিজেপি। মণিপুরের ধাঁচে সন্দেশখালিতে ৩ বিচারপতির কমিটি চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা। এলাকায় CRPF চেয়ে মামলা হাইকোর্টেও (Calcutta High Court)। "যৌননিগ্রহের অভিযোগ পাওয়া গেছে"। পুলিশের দাবি খারিজ করে জানাল জাতীয় মহিলা কমিশন। কংগ্রেস থেকে বিজেপি, সন্দেশখালির পথে আজও বিরোধীদের পদে পদে বাধা।