ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.১২.২০২৪) পর্ব ১:৭১-এ কীভাবে পাকিস্তানকে টুকরো করেছিলেন ইন্দিরা? ফিরে দেখা ভারতের হাতে বাংলাদেশের জন্ম-কাহিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: বাংলাদেশে হিন্দু নিপীড়ন, ফের সীমান্তে শরণার্থীদের ঢল । কৃতজ্ঞতা ভুলে বিদ্বেষ-বিশ্বাসঘাতকতা বাংলাদেশের! মোদি সরকারের ওপর বাড়ছে চাপ, মুখে মুখে ফিরছে ‘আয়রন লেডি’র বীরগাথা । ৭১-এ কীভাবে পাকিস্তানকে টুকরো করেছিলেন ইন্দিরা? । বাংলাদেশকে স্বাধীন করতে কীভাবে ঝাঁপিয়েছিল ভারত? । ফিরে দেখা ৫ দশক আগে ভারতের হাতে বাংলাদেশের জন্ম-কাহিনি।
পাঁচ দশক আগে, এরকমই এক অস্থির অবস্থা থেকে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। ভারত কী করতে পারে, দেখিয়েছিলেন আয়রন লেডি ইন্দিরা গান্ধী। পাকিস্তানকে টুকরো করে, স্বাধীন বাংলাদেশ তৈরি করতে ঝাঁপিয়ে পড়েছিল ভারত। আজ সেই বাংলাদেশের ইউনূস সরকারই ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে। হিন্দুদের ওপর অত্য়াচার তো চলছিলই। এবার বাড়িতে ঢুকে খুন করা হল সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মা-কে।