Birbhum News: বীরভূমের পুলিশ সুপার বদল, কম গুরুত্বের SP ট্রাফিক পদে রাজনারায়ণ মুখোপাধ্যায়

ABP Ananda Live: কম গুরুত্বের SP ট্রাফিক পদে রাজনারায়ণ মুখোপাধ্যায়। বীরভূমে নতুন পুলিশ সুপার আমনদীপ। পূর্ব বর্ধমানের নতুন SP হলেন সায়ক দাস। বীরভূমের পুলিশ সুপার বদল। .

 

 তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন ও আরাবুল ইসলাম !

তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন ও আরাবুল ইসলাম । দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হল তাঁদের। এমনই জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর বক্তব্য, এরা দলের শৃঙ্খলা-বিরোধী নানারকম কাজ করছিলেন। যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছে।"

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনার পর, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন শান্তনু সেন। তারপর তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শান্তনু সেনের নিরাপত্তাও তুলে নেয় রাজ্য সরকার। তার পরেও আরও ডানা ছাঁটা হয় তাঁর। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত করা হয় শান্তনু সেনকে। NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। যদিও সম্প্রতি ফের আইএমএ বাংলা শাখার রাজ্য সম্পাদক নির্বাচিত হন শান্তনু সেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola