Ghanta Khanek Sange Suman ( ২৮.১০.২০২৪) পর্ব ১ : ১৭ ঘণ্টার সফরে ৩০ সেকেন্ডের জন্য অমিত শাহের মুখে আর জি কর, সময় দিলেন না বাবা-মাকে | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: ১৭ ঘণ্টার সফরে মাত্র ৩০ সেকেন্ডের জন্য অমিত শাহের মুখে আর জি কর, সময় দিলেন না বাবা-মাকে। নেপথ্যে মোদি-মমতা সেটিং দেখছে সিপিএম। 'দেখা করার কথাই ছিল না,' ব্যাখ্যা দিলেন সুকান্ত। আর জি করে রক্তমাখা গ্লাভসের পর এবার SSKM-এ জং ধরা কাঁচি! প্রসূতির অপারেশন করতে গিয়ে ভাঙল কাঁচি। রাজ্যের সেরা সরকারি হাসপাতালেই বেআব্রু বেহাল পরিকাঠামো। যৌন হেনস্থার অভিযোগে থানায় হাজিরা প্রাক্তন সিপিএম-বিধায়ক তন্ময় ভট্টাচার্যের। "তৃণমূলের ওয়াশিং মেশিনে ঢুকবেন তন্ময়?" কটাক্ষ শুভেন্দুর।
আরও খবর.
আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের।
আর জি কর মেডিক্যালে গ্লাভস-কাণ্ডের পরে এবার সামনে এল এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি। হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করলেন এক জুনিয়র ডাক্তার। জুনিয়র চিকিৎসকের দাবি, মরচে ধরা কাঁচিটিও ছিল সিল করা প্যাকেটেই! ওই জুনিয়র ডাক্তারের আরও চাঞ্চল্য়কর দাবি, মরচে লুকোতে কাঁচির ওপর রঙ করা হয়েছিল! একের পর এক ঘটনায়, সরকারি হাসপাতালের বেহাল দশাই বেআব্রু হয়ে যাচ্ছে বলে সরব হয়েছেন চিকিৎসকরা।