Ghanta Khanek Sange Suman (১৪.০৮.২০২৪) পর্ব ১: গর্জে উঠছে লক্ষ স্বর,'জাস্টিস ফর RG কর', | বাংলা ছাড়িয়ে দেশজুড়ে 'রাত দখল'-এর ডাক মেয়েদের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: গর্জে উঠছে লক্ষ স্বর, 'জাস্টিস ফর আর জি কর'। বাংলা ছাড়িয়ে দেশজুড়ে আজ 'রাত দখল'-এর ডাক মেয়েদের। কেউ দাঁড়াচ্ছেন পাশে, কেউ করছেন বিরোধিতা, 'রাত দখল'-এর ডাক নিয়ে তৃণমূলেই নানা সুর। পাশে সুখেন্দু, প্রতিমা, তন্ময়, "লাল হায়েনাদের নাটক," পাল্টা বলছেন কুণাল-দেবাংশু। "দোষীদের আড়ালের চেষ্টা," এবার মুখ খুললেন INDIA জোটের নেতা রাহুলও। দিল্লি থেকে এল CBI-এর স্পেশাল টিম, এসেই হেফাজতে নিল সঞ্জয়কে। খুনের পর ঘটনাস্থলের কাছে দেওয়াল তড়িঘড়ি ভাঙার ছাড়পত্র দেন সন্দীপ ঘোষই, উঠছে মারাত্মক অভিযোগ।
আরজি কর মেডিক্যালে তাণ্ডব, পুলিশের শীর্ষ কর্তাদের ফোন সিবিআইয়ের। যে স্থানে মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন, সেখানে কি ঢুকতে পেরেছিল দুর্বৃত্তরা ? পুলিশের শীর্ষ কর্তাদের ফোন করে জানতে চায় সিবিআই, খবর সিবিআই সূত্রের। সেমিনারে হলে ঢুকতে পারেনি, জানিয়েছে পুলিশ