Bangladesh News: 'অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস বন্ধ হোক', কড়া বিবৃতি আরএসএস-এর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: বাংলাদেশের হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, কড়া বিবৃতি আরএসএস-এর। 'অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস বন্ধ হোক'। 'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক'। 'বাংলাদেশে হিন্দু-সহ সব সংখ্যালঘুর ওপর হামলা চলছে'। 'লুঠ থেকে খুন, মহিলাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে'। 'কোনও পদক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার'। 'হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হতেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল'।

আরও খবর...

শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব, জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হওয়া লোকাল ফের চালু করার দাবি, বীরভূমের নলহাটি স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। নলহাটি নাগরিক মঞ্চের ডাকে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। অশান্তি এড়াতে RPF-এর পাশাপাশি, র‍্যাফ ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাটি নাগরিক মঞ্চের তরফে নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram