ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১১.২০২৪) পর্ব ১: জমি দখল নিয়েই এক দশক আগে TMC কর্মী খুন, তাও হুঁশ ফেরেনি সরকারের। পুলিশ নিয়ে বিস্ফোরক মদন
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: রাজনৈতিক ছত্রছায়ায় বছরের পর বছর চলছে বাইপাসের ধারে জমি দখলের কারবার। জমি দখল নিয়েই এক দশক আগে তৃণমূল কর্মী খুন, কাউন্সিলর গ্রেফতার, তাও হুঁশ ফেরেনি সরকারের। 'পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি,' দল নিয়ে বিস্ফোরক মদন। অভিষেককে পুলিশমন্ত্রী চেয়েছেন হুমায়ুন, 'মমতার ছবি ছাড়া জিতে দেখান,' পাল্টা ফিরহাদ-মদন। আর জি করকাণ্ডে এবার শান্তনুর বিরুদ্ধেই CBI তদন্ত চান কল্যাণ, নাম না করে আক্রমণ হাইকোর্টে দাঁড়িয়ে। 'তৃণাঙ্কুরের মাথায় অভিষেকের হাত, জানে না কল্যাণ?' 'তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে,' কল্যাণকে আক্রমণ মদনের।
কসবাকাণ্ডে গত দুদিন ধরে পুলিশকে আক্রমণ করছিলেন ফিরহাদ হাকিম, সৌগত রায়রা। এবার এই ইস্য়ুতে দলের তীব্র সমালোচনা করলেন, মদন মিত্র। তৃণমূল বিধায়ক বললেন, 'পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি! রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ অনেকটা কাজ করতে পারছে না।'