Bangladesh News :'সময় এসেছে রাজনীতির রং ভুলে বিশ্বের হিন্দুরা একজোট হন', আহ্বান শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

ABP Ananda LIVE : 'সময় এসেছে রাজনীতির রং ভুলে বিশ্বের হিন্দুরা একজোট হন', চিন্ময়ের আইনজীবীর উপর হামলার ঘটনায় হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'বিশ্বের হিন্দুর এক হওয়ার সময় এসেছে', হিন্দুদের উপর আক্রমণ প্রসঙ্গে ফের সরব শুভেন্দু। মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। ৭০ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে', বললেন শুভেন্দু। 

বাংলাদেশ ইস্যুতে সরগরম দেশের সংসদ। একদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূল নেতৃত্ব, শান্তিবাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ জানাতে বললেন তাঁরা। অন্য দিকে, বর্তমান পরিস্থিতির জন্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দিকেই আঙুল তুললেন। মঙ্গলবার লোকসভায় বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি জানান, এদিন লোকসভায় সেই দাবিই তুলে ধরেন সুদীপ। তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। বাংলাদেশে আমাদের প্রতিবেশী, আমাদেরই রাজ্যের লাগোয়া। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার রাষ্ট্রপুঞ্জে আবেদন জানাক। ভারত সরকার একেবারে নিশ্চুপ, তার কারণ সরকারই ভাল জানে। আমাদের মু্খ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা, একসঙ্গে কাজ করব।  অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢোকেন। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram