ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.১১.২৫) পর্ব ১: জ*ঙ্গি-নেটওয়ার্কে ৫ডাক্তার! 'ষড়যন্ত্রকারীরা পার পাবে না', হুঁশিয়ারি মোদির
ABP Ananda LIVE: দিল্লিতে গাড়ি-বিস্ফোরণ জঙ্গি নাশকতা, অপারেশন সিঁদুরের বদলা জইশের? জঙ্গি-নেটওয়ার্কে ৫ ডাক্তার! তালিকায় MBBS থেকে MD! হরিয়ানায় জঙ্গি মডিউল ধরা পড়ার পরেও কীভাবে নাশকতা? প্রশ্নে গোয়েন্দা ব্যর্থতা আজও ফরিদাবাদে উদ্ধার ৫০কেজি বিস্ফোরক, অন্য জায়গায় আরও বিস্ফোরণের ছক? 'ষড়যন্ত্রকারীরা পার পাবে না', দিল্লি বিস্ফোরণকাণ্ডে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। জঙ্গি-মডিউলে মহিলা ডাক্তারও! সরাসরি যোগ মাসুদ আজহারের বোনের সঙ্গে? দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় হাইঅ্য়ালার্ট, টেস্টে ম্যাচের নিরাপত্তা দেখতে ইডেনে CP। সাড়ে ৩ বছর পর জামিন, সমর্থকদের স্লোগান, পার্থর চোখে জল। বিহারে ফিরছে NDA? নাকি পাশা ওল্টাবে মহাজোট? কী বলছে যাবতীয় EXIT POLL?
দিল্লিতে গাড়ি বিস্ফোরণ যে জঙ্গি নাশকতা, তা বোঝা গেছিল আগেই। এবার এই ঘটনায় সামনে এল জইশ-ই-মহম্মদের মডিউলের প্রসঙ্গ। উঠে আসছে পুলওয়ামা-যোগ! বিস্ফোরণের মূলচক্রী হিসেবে এখনও যার নাম উঠে আসছে, সেই উমর-উন-নবি পুলওয়ামার বাসিন্দা পেশায় একজন চিকিৎসক। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লিতে কি আত্মঘাতী হামলা চালানো হয়েছে? নাকি তার দুই সঙ্গী গ্রেফতার হওয়ার পর ঘাবড়ে গিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লির দিকে পালিয়ে এসেছিল উমর? তড়িঘড়ি বিস্ফোরক অন্যত্র সরাতে গিয়ে ভুলবশত বিস্ফোরণ হয়ে যায়নি তো, সেসব সম্ভাবনা এখন পুলিশ ও একাধিক তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে। আর এরইমধ্যে ২ হাজার ৯০০ কোজি বিস্ফোরকের পর আজ আরও ৫০-৬০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।