ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.০৩.২৫) পর্ব ১: টার্গেটের লড়াইয়ে শাসক-বিরোধী । পানিহাটির পুরপ্রধান পদে সোমনাথ । RG করকাণ্ডে আরও ডাক্তার বদলি

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ভোটঘোষণার একবছর বাকি থাকতেই টার্গেটের লড়াইয়ে শাসক-বিরোধী । শুভেন্দুর লক্ষ্য অন্তত ১৮০, মমতা চান ২১৫+ । আরজি কর-কাণ্ডে প্রতিবাদী ডাক্তারের পর বদলি অভীককে শাস্তি দেওয়া কমিটির চেয়ারম্যান । পানিহাটির পুরপ্রধান পদে অভয়ার শেষকৃত্য-বিতর্কে নাম জড়ানো কাউন্সিলর, 'প্রাইজ পোস্টিং' বলছেন ক্ষুব্ধ মা-বাবা । হাইকোর্টে শুনানির আগে আর জি করকাণ্ডে সক্রিয় CBI, নার্সদের পর তলব গ্রুপ-ডি কর্মীদের । লন্ডনে যাচ্ছেন মমতা, দলের দায়িত্বে অভিষেক-সুব্রত, 'অধিনায়ক অভিষেক' পোস্টারে ছয়লাপ দক্ষিণ কলকাতা । রাস্তা উদ্বোধনে বাধা, '৫০০ টাকা নিয়ে ঘেউঘেউ করছে,' মেজাজ হারিয়ে বললেন দিলীপ।
ভোটের বাকি এখনও এক বছর। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা '২১৫+' টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল একেক দিন, একেকরকম টার্গেটের সংখ্যা। গতকাল বিরোধী দলনেতা বলেছিলেন - 'রাজ্যে হব অন্তত ১৮০'। আর আজ সেই নিয়ে প্রশ্ন করতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। বললেন - "১৫০ আসনের ওপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগবো এবং আমি বলেছি ১৫০ শুধু নয় একটা স্বস্তিদায়ক লিড হবে।" পাল্টা ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেছেন - "বিজেপির ৭৭ থেকে কমে ৬০ আসনে নেমেছে। এরপরে ৩০ আসনের কমে নেমে গেলে শুভেন্দু অধিকারীই তো বিরোধী দলনেতা থাকতে পারবেন না।"