ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.০৮.২৫)পর্ব ২: সারদা তদন্তে প্রথমবার তিন মামলায় বেকসুর খালাস সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়
Ghanta Khanek Sange Suman: সারদা তদন্তে প্রথমবার তিন মামলায় বেকসুর খালাস সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়। ২০১৩ সালে সারদাকাণ্ড সামনে আসার দুজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ জানান আমানতকারীরা। ১২ বছর পর সেই মামলাতেই দুজনকে বেকসুর খালাস করল ব্য়াঙ্কশাল কোর্ট। তিন মামলাতে বেকসুর খালাস হলেও আপাতত জেল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। সারদা আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ED ও CBI, পাশাপাশি রাজ্য সরকারের তরফে ২৫০ চির মতো মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে। সেই মামলাতেই জেলবন্দি রয়েছেন তাঁরা।
আটকে রেজাল্ট, অনিশ্চিত চাকরি, বন্ধ নিয়োগ। একের পর এক দাবিতে মিছিলে উত্তাল মহানগর। ৩ মাস পরেও বেরোয়নি রাজ্য জয়েন্টের রেজাল্ট, কলেজে ভর্তিও আটকে তিনমাস। এবার স্থগিত মেডিক্যালের কাউন্সেলিংও। ২২-এর TET-এ হয়নি নিয়োগ, ২৩-এ বেরোয়নি ফল। দ্রুত নিয়োগের দাবিতে পথে TET-উত্তীর্ণরা, চলল ব্যাপক পুলিশি ধরপাকড়। কলকাতা পুলিশের তিন মামলায় এবার বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী! CBI-এর কোনও মামলাতেই এখনও হয়নি চূড়ান্ত চার্জশিট।