ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.০২.২৫): প্রথমবার প্রকাশ্যে এল হাসিনার কুখ্যাত 'আয়নাঘর'-এর ছবি । আয়নাঘর পরিদর্শনে ইউনূস।

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ভোটের একবছর আগেই রাজনীতিতে ফিরল ভুতুড়ে ভোটার বিতর্ক । "ভিনরাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে" । বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি । "ওঁর কাণ্ডজ্ঞান নেই, ভুয়ো ভোটার আমরাই ধরেছি," পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর । প্রথমবার প্রকাশ্যে এল হাসিনার কুখ্যাত 'আয়নাঘর'-এর ছবি । অত্যাচারের শিকারদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে ইউনূস।
পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে। আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।