Militant News: জঙ্গি-যোগে রাজ্যে গ্রেফতার আরও ১। আনসারুল্লা বাংলার যোগ রয়েছে বলে অনুমান STF-এর

ABP Ananda Live: জঙ্গি-যোগে রাজ্যে গ্রেফতার আরও ১। বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার আরও ১। ধৃত বিপ্লব বিশ্বাসের সঙ্গে আনসারুল্লা বাংলার যোগ রয়েছে বলে অনুমান STF-এর। ধৃত ABT জঙ্গি শাদ রাডির আত্মীয়-সহ ২ জনকে জেরা করে বিপ্লবের হদিশ ধৃতের সঙ্গে ABT-র প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। 

 

'ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে', ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ

ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে। খুন করা হয়েছে ২ গৃহবধূ ও ১ কিশোরীকে। ২ গৃহবধূকে হাত ও গলার নলি কেটে খুন। বিষক্রিয়ায় মৃত্যু কিশোরীর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। 'পরিবারের ছোট বউ রোমির দু’হাতের কব্জিতে কাটা দাগ ও গলায় ক্ষতচিহ্ন'। 'গলার বাঁ দিক থেকে ডান দিকে টানা হয়েছিল ধারালো অস্ত্র'। 'খাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে খুন, ময়নাতদন্তের ৩৬-৪৮ ঘণ্টা আগে মৃত্যু'। 'কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন'। 'পরিবারের বড় বউ সুদেষ্ণারও ডান হাতের কব্জি কাটা, গলায় ক্ষতচিহ্ন'। অতিরিক্ত রক্তপাতের জেরেই মৃত্যু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ । 'কিশোরীর পাকস্থলীতে মেলা খাবারে ওষুধের উপস্থিতির প্রমাণ'। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, খবর সূত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola