ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.০৩.২৫) পর্ব ২: বেফাঁস দিলীপকে সমর্থন তৃণমূলের হুমায়ুনের | ফের বারুইপুরে শুভেন্দুর সভা

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman: '৪৩ জায়গায় হামলা হতে পারে রামনবমীর মিছিলে''। আশঙ্কা হিন্দুত্ববাদী সংগঠন রামনবমী উদযাপন কমিটির "অশান্তি ছড়ানোর চেষ্টা," পাল্টা আক্রমণে তৃণমূল । "উত্তরপ্রদেশ শান্তিতে রামনবমী করতে পারলে বাংলা কেন নয়?" তৃণমূল সরকারকে খোঁচা যোগীর । এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে অশান্তি বাধে," বললেন জয়প্রকাশ । RSS-এর প্রচারে নেতাজি, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে একাসনে শ্রীরামকৃষ্ণ-মমতা বন্দ্যোপাধ্য়ায় । রাজনীতির ময়দানে কেন মনীষীদের নিয়ে টানাটানি? । 'পুতনা' থেকে 'গাড়িচাপা,' বেফাঁস দিলীপকে সমর্থন তৃণমূলের হুমায়ুনের । আবার ভরসা হাইকোর্টের অনুমতি, কাল ফের বারুইপুরে শুভেন্দুর সভা।



Continues below advertisement








 


 


খড়গপুরে মহিলা বিক্ষোভকারীদের উদ্দেশে দিলীপ ঘোষের মন্তব্য়ের তীব্র সমালোচনা করছে তৃণমূল। কিন্তু, অবাক করা বিষয়, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হলেও, দিলীপ ঘোষকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূুন কবীর। আবার, তৃণমূল বিধায়কের উদ্দেশ্য়ে দিলীপ ঘোষের বার্তা, হুমায়ুন কবীরের সঙ্গে আমার বনধুত্ব তখনও ছিল, এখনও আছে। এদিকে, দিলীপ ঘোষের প্রতি হুমায়ুন কবীরের এই সমর্থন ভালভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। যদিও, তা নিয়ে বিশেষ চিন্তাভাবনা নেই হুমায়ুন কবীরের। পাল্টা তৃণমূল নেতাদের একাংশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক।

Continues below advertisement
Sponsored Links by Taboola