Ghanta Khanek Sange Suman (২২.০৮.২০২৪) পর্ব ১: RG Kar কাণ্ডে সুপ্রিম প্রশ্নে নাস্তানাবুদ রাজ্য।৩০ বছরের কর্মজীবনে দেখিনি: শীর্ষ আদালত
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের পরপর প্রশ্নবাণে নাস্তানাবুদ রাজ্য। ময়নাতদন্তে খুন স্পষ্ট হওয়ার পরও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা?" প্রশ্ন আদালতের। তদন্তভার নেওয়ার আগেই অপরাধের জায়গার চরিত্রবদল," সুপ্রিম কোর্টকে বলল CBI। তথ্যপ্রমাণ লোপের আশঙ্কা সর্বোচ্চ আদালতের। রাজ্য এই মামলায় যা করেছে, ৩০ বছরের কর্মজীবনে দেখিনি," বললেন বিচারপতি। আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়," বলল সুপ্রিম কোর্ট, কাজে ফেরার আবেদন। মেয়ের ফোনেই হয়তো লুকিয়ে রহস্যের চাবিকাঠি, খোলার চেষ্টা করছে CBI, এবিপি আনন্দকে জানালেন নির্যাতিতার মা।
জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি।