ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০৯.২০২৪) পর্ব ১: 'মেরুদণ্ড'-লাল গোলাপ,সুবিচারের দাবি জুনিয়র ডাক্তারদের | চিকিৎসকদের ঠেকাতে লৌহ কপাট!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: হাতে 'মেরুদণ্ড' আর লাল গোলাপ, মুখে সুবিচারের দাবি । পুলিশের ৯ ফুট উঁচু ব্যারিকেডে আছড়ে পড়ল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের ঢেউ । গানে-স্লোগানে-কবিতায় অন্যরকম রাতদখল দেখল কলকাতা । সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের । "৪১ জন পুলিশকর্মীকে আহত করেছেন একজন?" বিস্ময়প্রকাশ করে সায়নের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের । "প্রতিবাদীদের মা-বোনকে বিকৃত ছবি করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব," হুমকি তৃণমূল নেতার । মাত্র ১ বছর সাসপেন্ড করে দায় সারল দল, "গ্রেফতার কেন নয়?" প্রশ্ন বিরোধীদের । কর্মবিরতিতে যাওয়া ডাক্তারবাবুদের কষ্টার্জিত বেতন নিয়ে কটাক্ষ তৃণমূল বিধায়ক কাঞ্চনের । সরাসরি প্রতিবাদীদের হুমকি দিলেন উদয়ন-লাভলি।
আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?