Malda News: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হওয়া আটকাতেই কি সরিয়ে দেওয়া হল দুলাল সরকারকে ?| ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার খুনের মোটিভ কী? তাঁকে নৃশংসভাবে খুনের পর থেকেই বারবার উঠছিল এই প্রশ্ন। আর এই আহবে, আজ বিস্ফোরক দাবি করলেন নিহতের স্ত্রী। চৈতালি ঘোষ সরকারের দাবি, সম্প্রতি দুলাল সরকারকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করা নিয়ে কথা চলছিল। প্রশ্ন উঠছে, তবে কি সেটা আটকাতেই তাঁকে সরিয়ে দেওয়া হল? নিহত তৃণমূল নেতার স্ত্রী বলছেন, দীর্ঘদিন ধরেই দলের মধ্যে একটা চক্রান্ত চলছে। তাঁরা দল করেন বলে, এ নিয়ে প্রকাশ্যে এতদিন কিছু বলেননি।

বাড়ানো হচ্ছে সরকারি বাসের পরিমাণ:

চারদিন আগেই মুখ্য়মন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়েচড়ে বসল পরিবহণ দফতর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন ৫৫০টি বাস ৩ হাজার ৩০০ টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্য়াই এবার বাড়িয়ে করা হচ্ছে ৪ হাজার ১৯৮। নিউটাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্য়া ১০৮ থেকে বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডে। কিন্তু, তাতেও সমস্য়া কি মিটেছে? নিত্য়যাত্রীরা বলছেন, তেমন কিছু ঘটেনি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram