ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (০৫.০৫.২০২৫):কবে প্রত্যাঘাত? মক ড্রিলের জন্য রাজ্যে রাজ্যে নির্দেশিকা পাঠাল কেন্দ্র
Ghantakhanek Sange Suman :বিমানহানার সাইরেন থেকে ব্ল্যাক আউটের প্রস্তুতি। প্রত্যেক রাজ্যে নাগরিকদের মহড়ার নির্দেশিকা পাঠাল কেন্দ্র। নৌবাহিনী, বিমানবাহিনীর পর প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে প্রত্যাঘাত কি তবে সময়ের অপেক্ষা?
সীমান্তে টানা এগারোদিন চলছে ভারত-পাকিস্তান গুলি বিনিময়। পাকিস্তানি লস্কর-জইশের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে নাশকতার ছক কষেছে প্যালেস্টাইনের হামাস! সামনে এল চাঞ্চল্যকর ভিডিও। কবে ভাঙা যাবে এই বিষাক্ত সাপেদের বিষদাঁত?
ভারত-পাকিস্তান সীমান্তের চলছে যুদ্ধের তোড়জোড়। জারি রয়েছে হাইঅ্যালার্ট। এই অবস্থায় আমাদের রাজ্য়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর কী অবস্থা? বিশেষ করে BSF-এর সাউথবেঙ্গল ফ্রন্টিয়ারে কতখানি এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি? কী বলছে BSF? বনগাঁ, বাগদা থেকে স্বরূপনগর- কেমন আছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা? গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দের রিপোর্ট।