Ghantakhanek Sange Suman (২৪.১০.২৫) পর্ব ১ :SSKM-এ ডাক্তার পরিচয়ে ডাক্তারদের শৌচালয়ে 'যৌন নিগ্রহ'
ABP Ananda LIVE: RG করের এক বছর পরও সরকারি হাসপাতালে নিরাপত্তা সেই শিকেয়। এবার SSKM-এ ডাক্তার পরিচয়ে ডাক্তারদের শৌচালয়ে 'যৌন নিগ্রহ। হাওড়ার হাসপাতালে ডাক্তারকে ধর্ষণের হুমকি, বীরভূমে আক্রান্ত নার্স। লাগাতার ধর্ষণ পুলিশের, DSP-কে অভিযোগ জানিয়েও হয়নি কিছুই! মহারাষ্ট্রেও রক্ষকই ভক্ষক, হাতে সু*ইসা*ইড নোট লিখে আ*ত্মঘা-তী মহিলা ডাক্তার। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, পাশাপাশি খারিজ ১৫টা মামলা। বাকি ৪ মামলায় শুধু পুলিশ নয়, SIT-এ রাখা হল CBI-কেও। এবিপি আনন্দর সাংবাদিককে চড় পুলিশের, কবে নেওয়া হবে ব্যবস্থা?
আরও খবর....
রক্ষকই ভক্ষক! SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরেক সরকারি হাসপাতাল NRS-এর বেসরকারি নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে তাঁকে অ্যাপ্রন ও হেডক্যাপ পরে যেতে দেখা গেছে। যা নিয়ে নানা প্রশ্ন উঠছে। শুক্রবার ধৃত অমিত মল্লিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি আইনজীবী অভিযুক্ত ও নাবালিকার DNA নমুনা সংগ্রহের আবেদন জানালে, তা-ও মঞ্জুর করে আদালত।
অধিকারীর রক্ষাকবচ প্রত্য়াহার করে নিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটা FIR খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
২০২২ সালের ৮ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজও করল কলকাতা হাইকোর্ট। কুণাল ঘোষের দাবি, "এটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য় সরকার যা বক্তব্য় রেখেছে, তাতেই আইনি মান্য়তা হল।" আবার শুভেন্দু অধিকারী বলছেন, "রাজ্য় পুলিশ যে মমতার ক্রীড়নক, রাজনৈতিক টুল সেটা হাইকোর্টের আজকের রায়ে প্রমাণ হয়ে গেছে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাব। মমতাকে প্রাক্তন করব। ভাইপোকে জেলে পাঠাব।"