Ghantakhanek Sange Suman (২৪.১০.২৫) পর্ব ২ : শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, পাশাপাশি খারিজ ১৫টা মামলা
ABP Ananda LIVE: RG করের এক বছর পরও সরকারি হাসপাতালে নিরাপত্তা সেই শিকেয়। এবার SSKM-এ ডাক্তার পরিচয়ে ডাক্তারদের শৌচালয়ে 'যৌন নিগ্রহ। হাওড়ার হাসপাতালে ডাক্তারকে ধর্ষণের হুমকি, বীরভূমে আক্রান্ত নার্স। লাগাতার ধর্ষণ পুলিশের, DSP-কে অভিযোগ জানিয়েও হয়নি কিছুই! মহারাষ্ট্রেও রক্ষকই ভক্ষক, হাতে সু*ইসা*ইড নোট লিখে আ*ত্মঘা-তী মহিলা ডাক্তার। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, পাশাপাশি খারিজ ১৫টা মামলা। বাকি ৪ মামলায় শুধু পুলিশ নয়, SIT-এ রাখা হল CBI-কেও। এবিপি আনন্দর সাংবাদিককে চড় পুলিশের, কবে নেওয়া হবে ব্যবস্থা ?
আরও খবর....
আলিপুরদুয়ারে চূড়ান্ত পুলিশি নিগ্রহের শিকার হয়েছেন এবিপি আনন্দর সাংবাদিক অরিন্দম সেন। একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলা চলাকালীন, ছবি তুলতে গেলে তাঁর ফোন ছিনিয়ে নেন SI কৃষ্ণা বর্মণ। পরিচয়পত্র দেখালে, তাঁকে সপাটে চড় মারেন ওই সাব ইনস্পেক্টর। কিন্তু, এক সাংবাদিককে চড় মারার অধিকারl তাঁকে দিল কে? কোন স্পর্ধায় এই ধিক্কার যোগ্য় কাজ করলেন তিনি? এই প্রশ্নে সমালোচনার ঝড় উঠেছে।