ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৩.০৩.২৫) পর্ব ২: 'ক্যাম্পাসে ২-৩ হাজার লোক ঢুকলে ওরা আসবে না', হুঁশিয়ারি সৌগতর। একই সুরে যাদবপুরে দমদম-দাওয়াইয়ের নিদান দিলীপের
Ghantakhanek Sange Suman: যাদবপুরের অশান্তি ছড়াল রাজ্যজুড়ে, দিকে-দিকে TMCP ও বাম ছাত্রদের সংঘর্ষ। কোথাও দাঁড়িয়ে দেখল পুলিশ, কোথাও আন্দোলনকারীকে লাথি পুলিশের। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কার পাল্টা স্কুটারে হোঁচটের তত্ত্ব আনল তৃণমূল। "আগাগোড়া মিথ্যে," পাল্টা ভিডিও দেখিয়ে সটান খারিজ SFI-এর। "ক্যাম্পাসে দু-তিন হাজার লোক ঢুকলে ওরা আসবে না," হুঁশিয়ারি সৌগত রায়ের। একই সুরে যাদবপুরে দমদম-দাওয়াইয়ের নিদান দিলীপ ঘোষের। যাদবপুরকাণ্ডের জের, ভেতরে সুজন চক্রবর্তীদের বৈঠক চলাকালীনই সিপিএম পার্টি অফিসে তালা ঝোলাল তৃণমূল।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়কাণ্ডে এখনও পর্যন্ত ৭টি FIR দায়ের হয়েছে। তার মধ্য়ে ২ FIR করেছে পুলিশ। বাকি ৫ টির মধ্য়ে একটি FIR-এর অভিযোগকারীকে নিয়ে তৈরি হয়েছে ধন্দ। যিনি FIR করেছেন, স্বপন সামন্ত নামে সেই অভিযোগকারী, অভিযোগপত্রে যে ঠিকানা উল্লেখ করেছেন, বাস্তবে তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, তাঁর দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে, বলছে, ইনভ্য়ালিড। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়-কাণ্ডে, এখনও পর্যন্ত ৭টা FIR হলেও, গ্রেফতারির সংখ্য়া ১!