ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.০৩.২৫): বারুইপুরে TMC-BJP ধুন্ধুমার। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি: শুভেন্দু

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: একদিকে 'চোর' স্লোগান, অন্যদিকে 'জয় শ্রীরাম,' বারুইপুরে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। "রাষ্ট্রপতি শাসনের দাবি করছি," বারুইপুরে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। "লাঠি দিয়ে গাড়িতে আঘাত, ছোড়া হয় পাথরও," অভিযোগ বিরোধী দলনেতা। "ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই," কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। মহাকাশ অভিযানে লেখা হল মহা-রূপকথা। সুনীতারা মর্ত্য ছুঁতেই উচ্ছ্বাসে ভাসল গোটা বিশ্ব মহাকাশযাত্রা নিয়ে এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে কী বলেছিলেন সুনীতা? এবার বাংলার পুজোর থিমেও উঠে আসবে সুনীতাদের মর্ত্যে মহা-অবতরণ। সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর, 'উনি কন্যাশ্রী সামলান,' কটাক্ষ শমীকের ।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের মিছিল, একই পথে তৃণমূলের জোড়া মঞ্চ, শাসক-বিরোধী জোড়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। উঠল চোর, গো ব্য়াক স্লোগান। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেন বিজেপি কর্মীরাও। আর এদিনের অশান্তি নিয়ে মারাত্মক অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, পুরোটাই একটা ট্র্য়াপ। ২৬-এ বিধানসভা ভোটের আগে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। পাল্টা তৃণমূলের বক্তব্য়, শুভেন্দু অধিকারীকে খুনের ছক কষে কী হবে? এরইমধ্য়ে, ২৭ তারিখ বারুইপুর SP অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি।