ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.১১.২৫) পর্ব ২ : বিহারে প্রথম পর্বের ভোট চলাকালীন আক্রান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা
Ghanta Khanek Sange Suman:
বিহারে প্রথম পর্বের ভোট চলাকালীন অশান্তি। লক্ষ্মীসরাইয়ে নিজের কেন্দ্রে আক্রান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। কনভয়ে জুতো, পাথর। RJD-র বিরুদ্ধে অভিযোগ। বিহারে ক্ষোভের মুখে উপ-মুখ্যমন্ত্রী। বিহার পুলিশের DG-কে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।
SIR নিয়ে মামলা, এবার নির্বাচন কমিশনের হলফনামা চাইল হাইকোর্ট। BLO-দের নিরাপত্তা রাজ্যের ওপরই ছাড়লেন বিচারপতি। 'অনুপ্রবেশকারীদের বাঁচাতে দেদার বার্থ সার্টিফিকেট বিলি'। পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু, অভিযোগ ওড়ালেন মেয়র, ডেপুটি মেয়র। SIR-এর পর বিহারে প্রথম নির্বাচন, প্রথম দফাতেই রেকর্ড ভোট । বিহারে ভোটের শুরতেই অশান্তি, আক্রান্ত উপ-মুখ্যমন্ত্রীর কনভয়। তৃণমূলকে হারানোর হুমকি তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীরের। 'তৃণমূলকে বিজেপি হারাতে চায় কি না, এটাই প্রশ্ন', বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও খবর..