ঘণ্টাখানেক সঙ্গে সুমন(৩১.১০.২৫)পর্ব ২: রাজ্যে SIR-এর জল গড়াল হাইকোর্টে, 'BLO-দের 'ম্যান-মার্কিং' করতে নেতা-কর্মীদের নির্দেশ অভিষেকের
GhantaKhanek Sange Suman: পানিহাটি, বীরভূমের পর টিটাগড়, ফের চাঞ্চল্যকর অভিযোগ । 'সাপে কাটা, বাজ পড়া -- সব মৃত্যুকেই হাতিয়ার করবে তৃণমূল,' বলছে বিজেপি । পানিহাটিতে বাড়ছে রহস্য, ঘটনাস্থলে ফরেন্সিক দল 'SIR-আবহে বাংলাদেশে চলে যাচ্ছেন গৃহসহায়িকারা' । চাঞ্চল্যকর দাবি বিরাটির একাধিক বাসিন্দার । 'এক মিনিটও ফাঁকা ছাড়বেন না' । BLO-দের 'ম্যান-মার্কিং' করতে ভার্চুয়াল সভায় নেতা-কর্মীদের নির্দেশ অভিষেকের । রাজ্যে SIR-এর জল গড়াল হাইকোর্টে, দায়ের হচ্ছে মামলা
কেউ BLO-দের বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বলছেন, ডিটেনশন ক্য়াম্প গুঁড়িয়ে দেব। BLO-রা ভোটারদের বাড়ি-বাড়ি যাওয়ার আগে পাল্লা দিয়ে চড়ছে, তৃণমূল নেতাদের হুমকির পারদ
শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে BLO-দের ট্রেনিং। SIR-এর কাজ যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি, হুঁশিয়ারির রাজনীতি। SIR-এর সঙ্গে NRC-জুড়ে ডিটেনশন ক্য়াম্প গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন হরিণঘাটা পুরসভার পুরপ্রধান ও তৃণমূল নেতা দেবাশিস বসু। অন্যদিকে, BLO-দের বেঁধে রাখার দাওয়াই দিয়ে বিতর্কে কোচবিহারের তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন। এবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করারও আবেদন জানানো হয়। এই ঘটনাতেই নির্বাচন কমিশনের স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।