Ghantakhanek Sange Saman(০৪.০৪.২০২৫) পর্ব ২ : রাজ্যসভায় তৃণমূল সরকারের ইস্তফার দাবি বিজেপির | ABP Ananda LIVE
Ghanta khanek Sange Suman: ২৬-এর ভোটের একবছর আগে ২৬ হাজার চাকরি-বাতিলে উত্তাল বাংলা। '৭০০ কোটির দুর্নীতি,' দাবি শুভেন্দুর, রাজ্যসভায় তৃণমূল সরকারের ইস্তফার দাবি বিজেপির। কবে হবে পরীক্ষা? কবে চাকরিহারাদের স্কুল বন্ধ? জবাব নেই সরকারের কাছে। যাঁর এজলাস থেকে শিক্ষা-দুর্নীতির পর্দাফাঁস, এবার তিনিই দিলেন নতুন ফর্মুলা। 'সৎ' রঞ্জনের অসৎ-কীর্তি সামনে এনেছিলেন উপেন বিশ্বাস। এবার সেই 'সৎ' রঞ্জনের গ্রামেই চাকরিহারাদের হাহাকার। সুপ্রিম-রায়ের বিরুদ্ধে রাস্তায় TMCP, কোচবিহারে বিজেপি অফিসের সামনে ব্যাপক উত্তেজনা। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র রাজারহাট, ৩০-৪০ রাউন্ড গুলি চলার অভিযোগ।
আরও খবর...
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল পাঁচলার স্কুলে ৬ জন শিক্ষকের। ৬ শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। 'শিক্ষক না থাকায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সমস্যা হচ্ছে', প্রতিক্রিয়া প্রধান শিক্ষকের।
সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় মহিলা পথচারীর মৃত্যু। বারাসাত-সাঁতরাগাছি রুটের বাস ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বলে খবর। ঘটনাস্থলে নব দিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বাস এবং বাসের চালক আটক।