ঘন্টাখানেক সঙ্গে সুমন: পর্ব- ২ (১২.০৮.২৪): গ্রেফতার সঞ্জয়, প্রশ্নে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের স্বচ্ছতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘন্টাখানেক সঙ্গে সুমন: খাতায়-কলমে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হলেও সঞ্জয় রায় কিন্তু থাকত পুলিশেরই ব্য়ারাকে! পদের নাম সিভিক ভলান্টিয়ার হলেও, পুলিশের টহলদারি মোটরবাইকও নিজের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিল সে! ব্য়বহার করতো ইচ্ছেমতো! এরকম আরও বহু তথ্য় যে সামনে আসছে, তাতে এটা স্পষ্ট পুলিশেরই অংশ ছিল, নারকীয় হত্য়াকাণ্ডে গ্রেফতার হওয়া, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের স্বচ্ছতা নিয়ে। কখনও কারও বুকে পা তুলে দেওয়া, কখনও শ্লীলতাহানি, কখনও হামলা, মারধর। শুরু থেকেই বিতর্কে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ার পদটা। বারবার উঠেছে, দাদাগিরি চালানোর অভিযোগ। এমনকী, আরজি করের ঘটনার কথা বলে, বর্ধমানে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে! দুহাজার উনিশ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি। আর তারপরের বছরই সটান পুলিশের ওয়েলফেয়ার কমিটিতে! আর সেই নাম ভাঙিয়েই দিনের পর দিন ডিউটিতে না যাওয়া! সময় যত এগোচ্ছে, ততই সামনে আসছে, 'প্রভাবশালী' সঞ্জয়ের একের পর এক কীর্তি।