ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.১০.২৪) পর্ব:২-কর্মক্ষেত্রে থ্রেট কালচারের শিকার?বিস্ফোরক সিনিয়র ডাক্তাররাও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, আজ ফের কলকাতায় মিছিল করল, জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস।
থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল আগেই। সম্প্রতি তা নিয়ে তদন্ত করে আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেই রিপোর্টে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। যেটা জানা যাচ্ছে, তা হল, উনষাট জন অভিযুক্তের মধ্য়ে, চল্লিশজনের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি!
শুধু জুনিয়র ডাক্তাররা নন। রাজ্য়ের স্বাস্থ্য়ব্য়বস্থায়, থ্রেট কালচারের জেরে থরহরিকম্প সিনিয়র ডাক্তাররাও! শুনুন, রায়গঞ্জ মেডিক্য়াল কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত সুপার ও সহকারী অধ্য়ক্ষ, বিদ্য়ুৎ বন্দ্য়োপাধ্য়ায়। যিনি এখন ওই মেডিক্য়াল কলেজেরই সহকারী অধ্য়াপক।
কর্মক্ষেত্রে থ্রেট কালচারের শিকার, উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান নির্মলকুমার বেরাও। শুনুন তাঁর বক্তব্য়।